Print Date & Time : 5 July 2025 Saturday 2:04 pm

কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ৩

 

 

শেয়ার বিজ ডেস্ক: আশুলিয়ায় একটি কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে তিন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে জিরাবো এলাকার প্রাইমাল ফুড অ্যান্ড ড্রিংকস লিমিটেড কারখানায় ছাদ ঢালাইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জাহাঙ্গীর (২০), জালাল (৫০) ও শহিদুল (৫৫)। খবর বাংলা ট্রিবিউন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আশুলিয়ার জিরাবো এলাকায় সকাল থেকেই শেখ আব্দুল্লাহ ও শামছুল মিয়ার মালিকানাধীন প্রাইমাল ফুড অ্যান্ড ড্রিংকস লিমিটেডের একটি কারখানায় ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন শ্রমিকরা। বিকালের দিকে হঠাৎ করে ওই কারখানার ছাদের এক পাশ ধসে পড়ে। এ সময় তিন শ্রমিক চাপা পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন কারখানাটির রড ও সিমেন্ট খুবই নি¤œমানের থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।