কারণ ছাড়াই শেয়ারদর বাড়ছে ইমাম বাটনের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। সম্প্রতি অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণ হিসেবে তারা এমন তথ্য জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, গত ৩১ মার্চ থেকে কোম্পানিটির ধারাবাহিকভাবে শেয়ারদর বাড়ে। ওইদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৪ টাকা ৪০ পয়সা, যা গত ১১ এপ্রিল লেনদেন হয় ৪৬ টাকা ৭০ পয়সায়। আর এই দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই। এমন দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই তাদের নোটিস পাঠায়। জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে জানায় কর্তৃপক্ষ।

এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর এক দশমিক ৫৩ শতাংশ বা ৭০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৪৬ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৪৫ টাকা ১০ পয়সা। ওইদিন ৪১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনজুড়ে ৯২ হাজার ৪২২টি শেয়ার মোট ১১৮ বার হাতবদল হয়। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৪৪ টাকা ৯০ পয়সা থেকে সর্বোচ্চ ৪৬ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ১৯ টাকা ১০ পয়সা থেকে ৪৮ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।