কারণ ছাড়াই শেয়ারদর বাড়ছে আল-হাজ্জ টেক্সটাইলের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বস্ত্র খাতের কোম্পানি আল-হাজ্জ টেক্সটাইল মিলস লিমিটেডের। সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমন তথ্য জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানিটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ। গত ২৬ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত কোম্পানির ধারাবাহিক শেয়ারদর বাড়ে। ২৬ জুন শেয়ারদর ছিল ১১৫ টাকা ৬০ পয়সা, যা গত ৭ জুলাই লেনদেন হয় ১৩১ টাকা ৯০ পয়সায়। আর এই দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই। যদিও এরপর গত কয়েক কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর কিছুটা কমেছে।

এদিকে ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারদর দশমিক ৬৯ শতাংশ বা ৮০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১২৮ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে তিন লাখ ৭০ হাজার ৪০৫টি শেয়ার মোট ৬৬৩ বার হাতবদল হয়, যার বাজারদর ৪ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনিন্ম ১২৭ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ১৩১ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ৪১ টাকা ৪০ পয়সা থেকে ১৪২ টাকার মধ্যে ওঠানামা করে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২০ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় কমেছে ২ পয়সা। জুলাই ২০২১ থেকে মার্চ ২০২২ পর্যন্ত প্রথম ৯ মাসের হিসাবে ইপিএস হয়েছে ৩০ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ৩৮ পয়সা। ২০২২ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮ টাকা ৯১ পয়সা।