Print Date & Time : 13 September 2025 Saturday 11:59 am

কারণ ছাড়াই শেয়ারদর বাড়ছে সাভার রিফ্র্যাক্টরিজের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বিবিধ খাতের কোম্পানি সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেডের। সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমন তথ্য জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির গত ৮ মার্চ থেকে ধারাবাহিকভাবে শেয়ারদর বাড়ছে। ওইদিন তাদের শেয়ারদর ছিল ১৯৪ টাকা ৫০ পয়সা, যা গত ২২ মার্চ লেনদেন হয় ২৫৭ টাকা ২০ পয়সায়। এ হিসেবে মাত্র ৯ কার্যদিবসের ব্যবধানে দর বেড়েছে ৬২ টাকা ৭০ পয়সা। আর এই দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই। কোম্পানিটির এমন দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। জবাবে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ। এদিকে গতকালও কোম্পানিটির শেয়ারদর দুই দশমিক ২৬ শতাংশ বা ৫ টাকা ৮০ পয়সা বেড়ে সর্বশেষ ২৬৩ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ছিল ২৬১ টাকা ৩০ পয়সা।