Print Date & Time : 8 July 2025 Tuesday 12:07 pm

কারণ ছাড়াই শেয়ারদর বাড়ছে শমরিতা হসপিটালের

নিজস্ব প্রতিবেদক: তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেডের শেয়ারদর বাড়ার কোনো সঙ্গত কারণ নেই। এ কোম্পানির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে এমনটিই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

সূত্রমতে, অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে কোম্পানির কর্তৃপক্ষ জানায়। কোম্পানিটির শেয়ারদর গত মাসের ২৯ তারিখ থেকে শেয়ারদর ক্রমেই বেড়েছে, যা গতকাল পর্যন্ত অব্যহত থাকে। এ সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ারদর ৬৭ টাকা ২০ পয়সা থেকে বেড়ে দাঁড়ায় ৮৬ টাকা ৯০ পয়সায়। এ সময়ের মধ্যে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১৯ টাকা ৭০ পয়সা। আর এ দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসসি। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটি ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। গতকাল কোম্পানির শেয়ারদর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বা সাত টাকা ৯০ পয়াসা বেড়ে প্রতিটি সর্বশেষ ৮৬ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৮৬ টাকা ৯০ পয়সা।