প্রতিনিধি, বান্দরবান : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় লাল য়েং কিম বম নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘বান্দরবান আদিবাসী ছাত্রসমাজ’। গতকাল শুক্রবার দুপুরে জেলার রাজার মাঠ থেকে বের করে মিছিলটি শহরের বাজার সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়।
জানা গেছে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় লাল য়েং কিম বম মৃত্যুবরণ করেন। কারা কর্তৃপক্ষ জানায়, হƒদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তার বাড়ি বান্দরবান জেলার রুমা উপজেলার বেথেলপাড়ায়।
গত বৃহস্পতিবার সকাল ৯টায় অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত কেএনএফ সদস্য লাল য়েং কিম, ‘বম পার্টি’ নামে পরিচিত সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ২০২৪ সালের ২৬ জুন থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন এবং ব্যাংক ডাকাতিসহ একাধিক মামলায় অভিযুক্ত ছিলেন। তাকে ২০২৪ সালের ৮ এপ্রিল বান্দরবানে গ্রেপ্তার করা হয়।