Print Date & Time : 20 July 2025 Sunday 4:43 am

কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদের নির্বাচন স্থগিত করেছে বর্তমান কমিটি। নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট মামলার রায়ে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠানের ওপর গত সোমবার ছয় মাসের স্থগিতাদেশ জারি করেন উচ্চ আদালত। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে নির্বাচন স্থগিত রাখা হয়েছে বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক মো. নুরুল হক। আজ শুক্রবার সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের পরবর্তী মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম) সংগঠনটির আসন্ন নির্বাচনে সভাপতির মেয়াদ স্পষ্ট না করার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৭ আগস্ট উচ্চ আদালতে ওই রিট মামলাটি করেন। মামলার রায়ের কপি সংযুক্ত করে গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট সব পক্ষকে আদালতের রায় মেনে নির্বাচন স্থগিত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, গত বুধবার রাজধানীর বিজয় নগরে আকরাম টাওয়ারে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বরাবর চিঠি দিয়ে এ নির্দেশনার কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়।
জানতে চাইলে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুরুল হক শেয়ার বিজকে বলেন, ‘আমরা আদালতের নির্দেশনা পেয়েই নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে আইনগতভাবে অনুমোদন পাওয়া সাপেক্ষে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’
সংগঠনটির সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভ্যন্তরীণ নৌ পরিবহন খাতের উন্নয়নে সংগঠনটির বর্তমান কমিটির তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। দলাদলির কারণে অতীতের কমিটিগুলোও এ খাতের কার্যক্রমে তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি। ফলে গুরুত্বপূর্ণ এ খাতটিতে আধুনিকায়নের তেমন কোনো নজির দেখা যায় না। তাছাড়া সরকার বিভিন্ন খাতকে যেভাবে অটোমেশনের আওতায় আনতে সক্ষম হয়েছে এ খাতে তা সম্ভব হয়নি। ফলে এ খাতের অধিকাংশ কার্যক্রমই চলছে সনাতন পদ্ধতিতে।