প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে দিনমজুর কালাই হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল রোববার প্রেস ক্লাবের সামনের প্রধান সড়কে ওই মানববন্ধনে অংশ নেন নিহত কালাইয়ের স্বজন ও এলাকাবাসী।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে শত শত মানুষ খুনিদের ফাঁসির দাবিতে সেøাগান দেন। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিলে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় নিহতের ছেলে মোহাম্মদ আসিফ বাদী হয়ে চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করলেও এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান জানান, দিনমজুর কালাই হত্যার ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় নিহতের ছেলে আসিফ বাদী একটি হত্যা মামলা এরই মধ্যে করেছেন। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।