Print Date & Time : 29 August 2025 Friday 9:10 pm

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজন নিহত

প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার (২১ আগস্ট) সকালে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় ও ভোর রাতের দিকে উপজেলার সরাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় নিহত হওয়া ওই ব্যক্তি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেওড়া এলাকার মৃত শাহজামালের ছেলে মামুন (৪০)। আর সরাতৈল এলাকায় নিহত হওয়া ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

মামুনের স্বজন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক স্বপন প্লাস্টিকের দরজা নিয়ে রংপুর যাচ্ছিলেন। ট্রাকটি ভোর রাতের দিকে আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে আরেক ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পণ্যগুলো রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে যায়। পরে ট্রেনলাইনে বসে পণ্য পাহারা দিচ্ছিলেন মামুন। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন মামুনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে ভোর রাতে সরাতৈল এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হন। ওই নারীর নাম-পরিচয় ও কোনো ট্রেনে কাটা পড়েছে, তা জানা যায়নি।

ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই সাকলাইন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি।