Print Date & Time : 30 August 2025 Saturday 10:17 am

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শাহাদত হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার রুদ্রবয়রা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

নিহতের চাচা সুলতান মাহমুদ জানান, শাহাদত হোসেন গত ১৫ ডিসেম্বর নূরানী তালিমুল কুরআন বোর্ডের অধীনে পৌলী নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে আসে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে রেল লাইনের পাশ দিয়ে হাটার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ইনচার্জ ফজলুল হক জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস (কমিউটার ট্রেন) কালিহাতী উপজেলার পৌলী এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়ে স্থানীয় নূরানী প্রশিক্ষণ কেন্দ্রের এক প্রশিক্ষণার্থী নিহত হন। নিহতের মরদেহ টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।