Print Date & Time : 27 August 2025 Wednesday 2:59 am

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে পৃথক স্থানে নারীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার পুংলী ও সল্লা এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত চায়না আক্তার (২৫) টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের নূরনব্বীর মেয়ে। রেলওয়ে পুলিশ জানায়, ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত চায়নার লাশ পুংলি এলাকা থেকে উদ্ধার করা হয়। এছাড়া উপজেলার সল্লা এলাকায় অজ্ঞাত এক পুরুষ (৪০) ট্রেনে কাটা পড়েন। পরে দুজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলী আকবর জানান, টাঙ্গাইল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধ্যমে নিহত নারীর পরিচয় শনাক্তের পর স্বজনদের খবর দেয়া হয়েছে। অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।