Print Date & Time : 29 August 2025 Friday 2:22 pm

কালিহাতীতে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত

প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন (৩০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

রোববার (১৩ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক শাহিন বগুড়ার শেরপুর উপজেলার মাগুরবাড়ী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। এঘটনায় অপর ট্রাক চালক রফিকুল ইসলাম আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, সিমেন্ট ভর্তি একটি ট্রাক বগুড়ার শেরপুরের দিকে যাচ্ছিল। এসময় ট্রাকটি জোকারচর এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে হয়। পরে আরেকটি কাভার্ড ভ্যান এসে দুই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হলেও দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো সরিয়ে নিলে মহাসড়ক স্বাভাবিক হয়।