Print Date & Time : 15 September 2025 Monday 8:41 pm

কালিহাতীতে পাটের গুদামে অগ্নিকাণ্ড

প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে একটি পাটের গুদামে আগুন লেগে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের সীমাকাছরা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাটগুদামের মালিক গনি বেপারি বলেন, ‘আমার ব্যক্তিগত পাটগুদামসংলগ্ন ধান ভাঙানোর হলার মেশিনে সুইচ দেয়ার সঙ্গে সঙ্গে শর্টসার্কিট হয়ে আগুন লেগে যায়। অল্প সময়েই পাটগুদামসহ হলারঘর এবং পাশে থাকা দোকানঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কালিহাতী ফায়ার সার্ভিসের লিডার আলতাফ হোসেন বলেন, ‘খবর পেয়ে দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। এতে গুদাম মালিকের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।’