প্রতিনিধি, টাঙ্গাইল:টাঙ্গাইলের কালিহাতীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার দেউপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলোÑউপজেলার মানিকের মেয়ে জান্নাতি (১১) এবং একই উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দৌলতপুর এলাকার সাইদুর রহমান স্বপন তালুকদারের মেয়ে সাদিয়া আক্তার জিম (৮)। সম্পর্কে তারা খালা-ভাগনি।
নিহত শিশু সাদিয়ার মামা জাকারিয়া বলেন, সকালে তারা বাড়ির পাশেই খেলাধুলা করা শেষে গোসল করার জন্য পুকুরে নেমেছিল। সেখানে একপর্যায়ে জান্নাতি ও সাদিয়া পানিতে ডুবে যায়। বিষয়টি অপর এক শিশু পরিবারের লোকজনকে জানায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম রুপক বলেন, ‘দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’
ভূঞাপুর থানার এসআই কামরুল হোসেন বলেন, ‘দুই শিশুর লাশ হাসপাতালে আনা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’