কালিহাতী উপজেলা শিক্ষা অফিসে ভয়াবহ আগুন

প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা শিক্ষা অফিসে আগুন লেগে ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষকের সার্ভিস বইসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন জানান, প্রতিদিনের মতো আজকেও ফজরের নামাজের উদ্দেশে শিক্ষা অফিস সংলগ্ন কোর্ট মসজিদে যাওয়ার সময় অফিসের দোতলায় আগুনের কালো ধোঁয়া দেখতে পাই এবং সঙ্গে সঙ্গে শিক্ষা অফিসের কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসকে অবহিত করলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম জানান, ভোর ৬টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগে এবং আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ও আনুমানিক চার লাখ টাকার মালপত্র উদ্ধার করা হয়েছে।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবদুল আওয়াল জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত অফিসে আসি। তিনি জানান, আগুনে একটি প্রিন্টার, তিনটি টেবিল, আটটি চেয়ার, একটি দরজা, দুটি জানালা, পাঁচটি আলমারি, তিনটি তাক ও দুটি ফ্যানসহ ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষকের সার্ভিস বই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও জানান, সার্ভিস বইয়ের যে ক্ষতি এটা অর্থ দিয়ে পরিমাপ করা যাবে না। এটা অকল্পনীয় ক্ষতি।