কালীগঞ্জে কৃষক প্রশিক্ষণ

শেয়ার বিজ প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচির আওতায় ইনফাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে সৌরবিদ্যুৎ চালিত সেচ কার্যক্রমের ওপর ৩০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল বুধবার উপজেলা কৃষি অফিসের হলরুমে ত্রিলোচনপুর ইউনিয়নের ৩০ জন কৃষককে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ন কবির।
প্রশিক্ষণ প্রদান করেন ইডকলের আঞ্চলিক ম্যানেজার তাপস সরকার, ওয়েভ ফাউন্ডেশনের নবায়নযোগ্য উন্নয়ন কর্মসূচি প্রকল্পের উপ-সমন্বয়কারী মাহবুবুর রহমান ও ওয়েভ ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম অফিসার সফিউল্লাহ সরকার।