শেয়ার বিজ প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার একটি খাল ভরাট করে প্লট আকারে বিক্রির অভিযোগ উঠেছে। প্লটপ্রতি ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। সেখানে ইতোমধ্যে তিনজন বসতঘর গড়ে তুলেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বাঁশঝাড়িয়া বিজিবি ক্যাম্প এলাকায় বাজুয়াগড় গ্রামের মৃত পঁচলা শেখের ছেলে আবদুল কাদের তার বসতবাড়ির সামনে অবস্থিত গেল্লের খালের প্রায় এক একর জমি দখল করে নেন। পরে অবৈধভাবে দখলকৃত জমি তিনটি পরিবারের কাছে ৮০ হাজার টাকা হারে মোট দুই লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করেন। জায়গা কেনার পর ওই খালের ভেতর বসতঘর গড়ে তুলেছেন বাজুয়াগড় গ্রামের গোলাম গাজী ও উচ্ছেপাড়া গ্রামের কাশেম গাজী।
স্থানীয়রা জানান, বাঁশঝাড়িয়া সøুইসগেট সংলগ্ন গেল্লের খাল নামে পরিচিত ওই খাল বাঁশঝাড়িয়া, নৈহাটী, হরিখালী, বাহাদুরপুর, বাজুয়াগড়, পিরোজপুর, মহেশ্বরপুর, গান্ধুলিয়া, উচ্ছেপাড়া ও বদরকাটী গ্রামের পানি সরবরাহের একমাত্র মাধ্যম। তাছাড়া পানি সেচসহ এলাকার কৃষি ও মাছ চাষের জন্য প্রায় এক হাজার মানুষ ওই খালের ওপর নির্ভরশীল। খালের ভেতরে মাটি ভরাট করে বসতি গড়ে তোলায় বর্ষা মৌসুমে পানি প্রবাহ মারাত্মকভাবে বিঘিœত হবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
খাল দখল করে বসতি নির্মাণের বিষয়ে জানতে চাইলে দখলদার গোলাম ও কাশেম জানান, আবদুল কাদেরের কাছ থেকে ৮০ হাজার টাকা দিয়ে কিনে বাড়ি তৈরি করেছেন। বিষয়টি বৈধ হয়েছে কি না, জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে অপারগতা জানান।
খাল দখল করে বিক্রির বিষয়ে জানার জন্য আবদুল কাদেরের বাড়িতে গেলেও তার সঙ্গে সাক্ষাৎ হয়নি। তার ব্যবহƒত মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাছুম জানান, খাল দখলকারীদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। এছাড়া নতুন করে স্থাপনা বন্ধ রাখার জন্য নোটিস দেওয়া হয়েছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।