Print Date & Time : 27 August 2025 Wednesday 2:53 pm

কালীগঞ্জে চার ব্যবসায় প্রতিষ্ঠানে আগুন

প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে চার ব্যবসাপ্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার সাকোর বাজারে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে ওই বাজারের তেল ব্যবসায়ী আব্দুল আজিজের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর এবং যশোর থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় ওই চার প্রতিষ্ঠানের সব মালামাল।

ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আলী সাজ্জাদ বলেন, ‘তেলের দোকানের আগুন লাগার কারণে তা ভয়াবহ ছিল। আগুন নেভাতে ছয়টি ইউনিট কাজ করে। এ সময় চার ফায়ার কর্মী আহত হন।’