Print Date & Time : 8 September 2025 Monday 7:24 am

কালীগঞ্জে জাতীয় সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষে এক আলোচনা সভা হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠাণ্ডু।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মোটর মালিক সমিতির ফরিদ উদ্দীন, কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মঞ্জুরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মামুনুর রশীদ, সাংবাদিক জামির হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।

বক্তরা বলেন, লাইসেন্স পেতে জটিলতা, অদক্ষ চালক দ্বারা গাড়ি চালোনো, ওভার লোডিং, রাস্তার বেহাল দশা, যেখানে সেখানে গাড়ি পার্কিং, বেপরোয়া গতিতে গাড়ি চালানোসহ নানা কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। এসব প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।