কালীগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় জাহাঙ্গীর হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কালীগঞ্জ কোটচাঁদপুর সড়কের চারমাইল নামক স্থানে গতকাল সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন জেলার মহেশপুর উপজেলার নাটিমা হাইস্কুলপাড়ার জলিল উদ্দীনের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, সকালে জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেলযোগে কালীগঞ্জের দিকে আসছিল। পথিমধ্যে কালীগঞ্জ উপজেলার চারমাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায়।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।