প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকালে কালীগঞ্জ-ঝিনাইদহ মহাসড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি নতুন মোটরসাইকেলে করে সেনা সদস্য হাবিবুর রহমান যাচ্ছিলেন। মহাসড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সামনে পৌঁছালে একটি চলন্ত ট্রাক তাকে চাপা দেয়। এতে সেনা সদস্যের মাথা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার সঙ্গে থাকা আইডি কার্ডে নাম হাবিবুর রহমান, আইডি নং আর্টি ৯১৮০৭৪, সেনা নং ১২৩৩২৯১ লেখা আছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইউনুচ আলী বলেন, সড়ক দুর্ঘটনার মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে সেনাবাহিনীদের খবর দেওয়া হয়েছে। তারা এলে বিস্তারিত পরিচয় পাওয়া যাবে। লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
