কালোবাজারে বেশি দামে বিশ্বকাপের টিকিট বিক্রি

শেয়ার বিজ ডেস্ক: ফুটবল বিশ্বকাপে টিকিটের চাহিদা এতটাই বেড়েছে যে, কালোবাজারে ১০ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে টিকিট। ভক্তদের চাহিদা মেটানোর জন্য চড়া দামে টিকিট বিক্রি হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

কানাডার বিরুদ্ধে মরক্কোর ম্যাচের আগে মাঠে স্বশরীরে খেলা দেখতে ফুটবল ভক্তদের আল থুমামা স্টেডিয়ামের বাইরে নগদ অর্থ বিনিময় করতে দেখা গেছে। ম্যাচের দিন সেখানে টিকিট নেই এমন লোকদের ভিড় ছিল তুলনামূলক বেশি।

রয়টার্স বলছে, গত শনিবার আয়োজকরা টিকিটবিহীন ভক্তদের স্টেডিয়ামে না যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। কারণ গত বৃহস্পতিবার ও শুক্রবারের খেলাগুলোয়  বিশাল জনতা টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেন। এমন ঘটনা আরও ঘটছে বলে জানিয়েছে রয়টার্স। স্টেডিয়ামের বাইরে হকারদের সঙ্গে ফুটবল ভক্তদের ঝগড়া বা বাগবিতণ্ডাও হচ্ছে। এসব ঘটনা জনপ্রিয় ম্যাচের টিকিটগুলোর দাম ১০ গুণ বাড়িয়ে দিচ্ছে।

বিশ্বকাপের জন্য একটি বিশেষ আইন পাস করেছিল কাতার। ওই আইনে টিকিট বিক্রির জন্য ফিফাকে একচেটিয়া অধিকার দেয়া হয়। এ আইনের অধীন হকারদের অবৈধভাবে বিক্রি করা টিকিটের দামের ১০ গুণ পর্যন্ত জরিমানা করতে পারে কর্তৃপক্ষ।

ফ্রান্সের একজন টিকিট হকার রয়টার্সকে জানিয়েছেন, বিশ্বকাপের টিকিট নিয়ে এখানকার অবস্থা কার্যত কালোবাজারে রূপ নিচ্ছে। এভাবে টিকিট বিক্রয় তাকে ফাইনালে হাজির থাকার জন্য যথেষ্ট টাকা হাতে এনে দিয়েছে। সঙ্গে মিলেছে বোনাসও। তিনি মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকাদের ম্যাচের টিকিটের জন্য সবচেয়ে মরিয়া ভক্ত বা নিবেদিতপ্রাণ সমর্থকদের কাছ থেকে এক হাজার শতাংশ পর্যন্ত বাড়তি দাম নেন।

অন্যান্য অভিজ্ঞ হকাররাও বিশ্বকাপ ইভেন্ট থেকে অর্থ উপার্জনের জন্য দোহায় এসেছে। রয়টার্স এমন প্রায় ২০ জনের সাক্ষাৎকার নিয়েছে। তারা সামাজিক মাধ্যম বা স্টেডিয়ামের বাইরের প্রাঙ্গণ ব্যবহার করে কালোবাজারের টিকিট কিনেছেন বা কেনার চেষ্টা করেছেন।