নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আগামীকাল মঙ্গলবার থেকে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করা হবে। জ্বালানি তেলের লোকসান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো আজ সোমবার থেকে বন্ধ রাখা হবে।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া, রাত ৮টার পর থেকে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে তাগিদ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।
এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, এখন থেকে সপ্তাহে এক দিন পেট্রোল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি তেলের লোকসান কমাতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এছাড়া, আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হচ্ছে। যেসব এলাকায় লোডশেডিং থাকবে, তা আগে থেকেই গ্রাহকদের জানিয়ে দেয়া হবে। দিনে অন্তত এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং থাকবে বলেও জানান তিনি।
বৈঠকে সরকারি-বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলেও জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। আর সরকারি- বেসরকারি মিটিংগুলো ভার্চুয়ালি করার পরামর্শ দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন।

Print Date & Time : 29 August 2025 Friday 7:09 am
কাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং
জাতীয়,দিনের খবর ♦ প্রকাশ: