Print Date & Time : 31 July 2025 Thursday 11:42 pm

কাল দেশে ফিরছেন মাশরাফিরা

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। এবার মাশরাফিদের দেশে ফেরার পালা। আগামীকাল শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে বহনকারী বিমানটি।

বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, বার্মিংহাম থেকে দুবাইয়ের পথে রওনা হয়েছে বাংলাদেশ দল। সেখান থেকে আজ শুক্রবার বিকেলে ঢাকার পথে যাত্রা করবে টাইগাররা। ঢাকার বিমানবন্দরে পৌঁছাতে শনিবার সকাল। ৫০ দিন দেশের বাইরে কাটিয়ে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। ফিরেই ঈদের ছুটিসহ চার সপ্তাহের লম্বা ছুটিতে যাবেন তারা।