Print Date & Time : 5 August 2025 Tuesday 12:14 pm

কাল মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক: মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রেকর্ড ডেট রোববার। এ জন্য শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষ হওয়ার পরদিন অর্থাৎ আগামী সোমবার থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।
২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাকরাইল, ভিআইপি রোডে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মাল্টিপারপাস হলে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ সেপ্টেম্বর।
এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৩৫ শতাংশ বা ২০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৫৬ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৫৬ টাকা ৮০ পয়সা। দিনজুড়ে এক লাখ ৫৩ হাজার ৯৯০টি শেয়ার মোট ৩৮০ বার হাতবদল হয়, যার বাজারদর ৮৭ লাখ ৪৩ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনিম্ন ৫৬ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ৫৭ টাকায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ৫০ টাকা থেকে ৯৪ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করে।
এর আগে সর্বশেষ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। যা তার আগের বছরে ছিল ২০ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ। ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির ৬০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩৩ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটির মোট তিন কোটি ৩৫ লাখ ২১ হাজার ৯১৪টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ১৮ দশমিক সাত শতাংশ শেয়ার রয়েছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ৩৪ শতাংশ এবং বাকি ৪৭ দশমিক ৯৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।