শেয়ার বিজ ডেস্ক: আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের পসরা নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে ‘অ্যাডাটা স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৭’। ২৬ থেকে ২৮ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ মেলা। এটি এক্সপো মেকারের সপ্তম আয়োজন। গতকাল মঙ্গলবার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে মেলার টাইটেল স্পন্সর অ্যাডাটের প্রোডাক্ট ম্যানেজার নাজিম উদ্দিন ইমন এ কথা বলেন।
অ্যাডাটের প্রোডাক্ট ম্যানেজার নাজিম উদ্দিন ইমন বলেন, আমরা বরাবরই মোবাইল অ্যাকসেসরিস নিয়ে স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে অংশ নিয়ে থাকি। এবার আরও বড় পরিসরে টাইটেল স্পন্সর হিসেবে অংশ নিয়েছি। মেলায় ক্রেতাদের জন্য আকর্ষণীয় ছাড় ও উপহার থাকবে।
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব মোবাইল ফোন মো. মাইদুর রহমান জানান, এবারের মেলায় শুধু ফোন নয়, ক্রেতাদের প্রয়োজনীয় আধুনিক সব ফিচারের সমন্বয় ঘটিয়ে সর্বশেষ পণ্যগুলো নিয়ে হাজির হবেন তারা। শুধু মেলা উপলক্ষে ‘আর্লি বার্ড’ ও ‘প্রি-অর্ডারের’ সুবিধাও দেবেন তারা।
হুয়াওয়ে ডিভাইস বিজনেস ডিপার্টমেন্ট বাংলাদেশের সেলস ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেন, এবারের মেলায় হুয়াওয়ের পক্ষ থেকে আকর্ষণীয় ছাড় ও ক্যাশব্যাক অফার থাকবে। আমরা চেষ্টা করব ইউজার জেনারেটেড এক্সপেরিয়েন্সগুলো দেওয়ার জন্য।
এডিসন গ্রুপ মেলায় বেশ কয়েকটি নতুন মোবাইল ফোন নিয়ে আসছে বলে জানান বিপণন ব্যবস্থাপক আশরাফুল হক। বাজারে নতুন আসা উই স্মার্ট সল্যুউশনস, লিনাক্স মোবাইলের অধিকর্তারা জানান, আধুনিকতম প্রযুক্তির মোবাইল, ট্যাবলেটগুলো তুলে ধরা হবে এবারের মেলায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে।