Print Date & Time : 9 July 2025 Wednesday 12:45 am

কাশিয়ানীতে কিশোর নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

প্রতিনিধি,গোপালগঞ্জ : চুরির অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে ইমন মোল্যা (১৭) নামে এক কিশোরকে মারধর, বিড়ির আগুন দিয়ে ছেঁকা ও প্রকাশ্যে কাঁচি দিয়ে মাথার চুল কেটে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে।

গতকাল বুধবার (২৭ জুলাই) ওই কিশোরের মা রিনা বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে কাশিয়ানী থানায় মামলাটি দায়ের করেন।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোস্তাক শেখ (৩০), টুলু শরীফ (৩০) ও নুর ইসলাম শিকদার (৫০) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার রামদিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মুহাম্মদ ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার (২৩ জুলাই) সকালে কিশোর ইমন মোল্যা ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। ভ্যানে যাত্রী নিয়ে রামদিয়া বাজারের বটতলায় পৌঁছালে পূর্বশত্রুতার জেরে আসামিরা ইমনকে ‘চোর চোর’ বলে ধাওয়া করে। সে প্রাণ বাঁচাতে দৌড় দিলে আসামিরা পিছু ধাওয়া করে তাকে ধরে বেধড়ক মারধর করে, বিড়ির আগুন দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দেয় এবং কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেয়। মুঠোফোনে খবর পেয়ে ইমনের মা-বাবা এসে আসামিদের অনুনয়-বিনয় করে ছেলেকে ছেড়ে দেয়ার অনুরোধ করেন। কিন্তু আসামিরা তাদের অকথ্য ভাষায় গালাগাল করে। আশপাশের লোকজন এগিয়ে এলেও তাদের প্রাণনাশের হুমকি দেয় ওই আসামিরা। পরে এসব দৃশ্য ভিডিওধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।

নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের নজরে আসে। এরপর পুলিশ সুপারের নির্দেশে দ্রুত ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।

কাশিয়ানী থানার ওসি মো. সওগাতুল আলম বলেন, ‘তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’