Print Date & Time : 21 July 2025 Monday 8:04 pm

কাসেম ড্রাইসেলসের নাম পরিবর্তন ও লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: প্রকৌশল খাতের কোম্পানি কাসেম ড্রাইসেলস লিমিটেড ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। পরিচালনা পর্ষদ সভায় লভ্যাংশ নির্ধারণ ছাড়াও কোম্পানির নাম পরিবর্তন ও উৎপাদন বাড়ানোর বিষয়ে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ১৫ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৪৪ টাকা ৬৯ পয়সা। লভ্যাংশ অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় রাওয়া কমপ্লেক্স, মহাখালী, ঢাকায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ নভেম্বর।

সভায় কোম্পানির নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। কাসেম ড্রাইসেলস লিমিটেডের পরিবর্তিত নতুন নাম হবে ‘কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড’। এছাড়াও বেশকিছু নতুন পণ্য উৎপাদনের কাজ শুরু করেছে কোম্পানিটি। এর মধ্যে রয়েছে এয়ারফ্রেশনার, ডিওডরেন্ট, হেয়ার স্প্রে ও শেভিং ফোম। কাসেম ড্রাইসেলস সম্পূর্ণ স্বয়ংক্রিয় হাইপ্রেশার উৎপাদন লাইন স্থাপন করেছে। এছাড়াও কোম্পানিটি একটি ক্যান ফিলিং লাইন স্থাপনের কাজ সম্পন্ন করেছে। এ লাইনের মাধ্যমে কোম্পানিটি এয়ারফ্রেশনার, ডিওডরেন্ট, হেয়ার স্প্রে ও শেভিং ফোম উৎপাদন করবে। কোম্পানিটি আরও একটি নতুন লাইন স্থাপন করেছে ইউএম-১ ভিনিইল জ্যাকেট ব্যাটারি উৎপাদন করতে।

কোম্পানিটি ভবিষ্যৎ উন্নয়নে ২০১৭-১৮ সালের স্বল্পমেয়াদি পরিকল্পনায় রয়েছে খাদ্য ও পানীয় লাইন স্থাপন, সহজ ওপেনার খাদ্য ও পানীয় লাইন স্থাপন এবং ব্যাটারির উৎপাদন বাড়ানো। অন্যদিকে কোম্পানিটি কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে। এর মধ্যে একটি নমনীয় প্যাকেজিং সুবিধা, অ্যালুমিনিয়াম উৎপাদন সুবিধা, পূর্ণাঙ্গ হাসপাতাল ও একটি করপোরেট সদর দফতর কাম ডিস্ট্রিবিউশন হাব প্রতিষ্ঠা করবে।

আর এসব বিষয়ে কোম্পানির আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণ করা হবে। বিনিয়োগকারীদের সম্মতি নেওয়ার পর নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।