Print Date & Time : 16 September 2025 Tuesday 3:12 am

কাস্টমার সার্ভিস বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ

 

মার্কেন্টাইল ব্যাংকে দিনব্যাপী ‘কাস্টমার সার্ভিস অ্যান্ড কমপ্লায়েন্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের বিভিন্ন শাখার ৪০ জন জিবি ইনচার্জ প্রশিক্ষণে অংশ নেন। ব্যাংকের সিএফও ড. তাপস চন্দ্র পাল কোর্স উদ্বোধন করেন ও একটি সেশন পরিচালনা করেন। প্রধান কার্যালয়ের অপারেশন্স ডিভিশনের এভিপি শেখ মোহাম্মদ সোয়েব হাসান ও এমবিটিআই অনুষদ সদস্য শাহিন আক্তার প্রশিক্ষণের নির্ধারিত সেশনগুলো পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিক। বিজ্ঞপ্তি