Print Date & Time : 5 July 2025 Saturday 5:19 am

কিছু কালপ্রিটের কারণে বিএনপির বদনাম হবে : মির্জা আব্বাস

শেয়ার বিজ ডেস্ক : কিছু কালপ্রিটের কারণে দলের বদনাম হতে পারে আশঙ্কা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, খারাপ লোককে দলে নেয়া যাবে না। প্রয়োজনে কেউ সদস্য হবে না।

আজ রোববার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে এবং দলের অভ্যন্তরে কিছু কালপ্রিটের কারণে বিএনপির বদনাম হবে। কিন্তু তা হতে দেয়া হবে না।

বিএনপিকে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে দাবি করে মির্জা আব্বাস বলেন, চাঁদাবাজি করে বিএনপির নাম দেয়া হচ্ছে। এদের প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হচ্ছে। মির্জা আব্বাসের নাম নিয়ে কেউ চাঁদাবাজি করলে ধরে পুলিশে দেন।

তিনি বলেন, ‘প্রয়োজনে কেউ সদস্য হবে না, কিন্তু খারাপ লোককে দলে নেয়া যাবে না। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’, যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

মির্জা আব্বাস বলেন, একেকজন একেকটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে। আনুপাতিক সিস্টেমের নামে একদল লোক জাতিকে ধ্বংস করতে মাঠে নেমেছে।

বিএনপির এ নেতা আরও বলেন, যারা দেশকে ভালোবাসেন তারা একসঙ্গে আসেন। সমাবেশ করে আউল ফাউল কথা বলবেন না। কোনো রকম সংঘর্ষে বিএনপি যেতে চায় না।