শেয়ার বিজ ডেস্ক: ডেনমার্ক ও নেদারল্যান্ডস এফ-১৬ যুদ্ধবিমান দেবে ইউত্রেনকে। আগামী বছরের গোড়ায় সম্ভবত এফ-১৬ পাবে ইউক্রেন। জেলেনস্কি দীর্ঘদিন ধরেই এফ-১৬ যুদ্ধবিমান চাইছিলেন। এবার তার মনোবাসনা পূর্ণ হতে চলেছে। তিনি এফ-১৬ পাচ্ছেন ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে। ইতিমধ্যেই ইউক্রেনের পাইলটরা এফ-১৬ চালাবার প্রশিক্ষণ নিতে শুরু করেছেন। তা সম্ভবত ছয় মাস চলবে। খবর: ডয়চে ভেলে।
এই পরিস্থিতি ডেনমার্ক ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। দুই দেশই রোববার জানিয়েছে, ইউক্রেনের হাতে তারা এফ-১৬ তুলে দেবে।
ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে ডেনমার্কের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তারা নতুন বছরের গোড়ায় ছয়টি, ২০২৪ সালের মধ্যে আরো আটটি এবং ২০২৫ সালে পাঁচটি এফ-১৬ ইউক্রেনকে দেবে।
ড্যানিশ প্রধানমন্ত্রী ফ্রেডরিকসেন বলেছেন, ইউক্রেন স্বাধীনতার জন্য লড়ছে। সেই লড়াইয়ে এভাবেই ডেনমার্ক সাহায্য করবে।
এর আগে জেলেনস্কি নেদারল্যান্ডসেও গেছিলেন। তাদের হাতে ৪২টি এফ-১৬ যুদ্ধবিমান আছে। নেদারল্যান্ডসও ইউক্রেনকে এফ-১৬ দিতে রাজি। তবে তারা কতগুলি এফ-১৬ দেবে তা জানায়নি। জেলেনস্কি জানিয়েছেন, ডেনমার্ক ও নেদারল্যান্ডস ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে।