Print Date & Time : 28 August 2025 Thursday 7:28 pm

কিয়েভে পানির জন্য মানুষের দীর্ঘ লাইন

শেয়ার বিজ ডেস্ক : কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ড্রোন হামলার জবাবে আবারও ইউক্রেন জুড়ে হামলা জোরদার করেছে রাশিয়া। এতে রাজধানী কিয়েভসহ দেশের প্রধান শহরগুলো বিদ্যুৎ ও পানি সংকটে ভুগছে। কিয়েভের প্রায় অর্ধেক মানুষ এখন পানিহীন এবং তিন লাখের বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এক বোতল পানির জন্য কিয়েভের মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। বাড়িতে পানির সরবরাহ না থাকায় পানির পাম্পগুলোতে এসে তারা ভিড় করছেন। খবর বিবিসির।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, কিয়েভের ৪০ শতাংশ মানুষ সুপেয় পানির সংকটে রয়েছে এবং ২ লাখ ৭০ হাজার বাড়িতে বিদ্যুৎ নেই।

ইউক্রেন বলছে, সোমবারের হামলায় ১৩ জন আহত হয়েছেন। রাশিয়া বলছে, ইউক্রেনের সামরিক বাহিনী ও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার ছোঁড়া ৪৫ থেকে ৫৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত স্থানীয় টেলিভিশনকে বলেছেন, রাশিয়া এই হামলা চালানোর জন্য তাদের কৌশলগত বোমারু বিমান ব্যবহার করেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়ার্কমাক বলেছেন, পরাজিত রুশ বাহিনী শান্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার একটি ড্রোন হামলায় ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্তোপলে একটি রাশিয়ার যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। তবে মস্কো তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। ইউক্রেনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।