Print Date & Time : 14 August 2025 Thursday 4:50 pm

কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য আটক

শেয়ার বিজ ডেস্ক : হবিগঞ্জের উমেদনগর এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাহাব উদ্দিন নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুক আলী। খবর: বাংলাট্রিবিউন।

ওসি জানান, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মকা ইউনিয়নের ইউপি সদস্য সাহাব উদ্দিন গত শুক্রবার সন্ধ্যায় তার প্রতিবেশীর ঘরে প্রবেশ করে ওই কিশোরীকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় কিশোরীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা।

এদিকে সদর থানা পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত সাহাব উদ্দিনকে আটক করে। ওসি মাসুক আলী জানান, এ ঘটনায় অভিযুক্ত সাহাব উদ্দিনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।