Print Date & Time : 2 September 2025 Tuesday 10:36 pm

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স

প্রতিনিধি, ফেনী: ফেনীতে নতুন পুলিশ সুপার (এসপি) জাকির হাসান গত সোমবার যোগদান করেন। তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। নতুন কর্মস্থলে যোগদানের দ্বিতীয় দিনেই গতকাল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন নবাগত পুলিশ সুপার।

সভায় সাংবাদিকরা জানান, বর্তমানে ফেনীতে উল্লেখযোগ্য সমস্যা কিশোর গ্যাং ও মাদকস্পট। সাংবাদিকদের দাবি ‘একদল বখাটে সংঘবদ্ধ হয়ে একটি গ্যাং তৈরি করে। এসব গ্যাং সদস্যদের বিভিন্ন নাম। এর মধ্যে রয়েছেÑএলএসকেবি গ্যাং, ইগো গ্যাং, ডিএসপি গ্যাং ইত্যাদি’। দেখা যায়, বিভিন্ন বড় ভাই ও রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থে এদের হাতে চাকু, চাপাতি, অস্ত্র তুলে দেন। এছাড়া ফেনীর বিভিন্ন স্পটে এবং সীমান্তবর্তী জায়গায় মাদকের ছড়াছড়ি নিয়ে মতবিনিময় সভায় আলোচনা হয়।

সাংবাদিকদের এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার জাকির হোসেন জানান, ফেনীতে মাদকের কোনো স্পট থাকবে না। মাদক থাকতে পারে কিন্তু স্পট আমি থাকাকালীন কোনো শব্দ এখন থেকে আর থাকবে না। এছাড়া জনগণ পুলিশের কাছে বিদেশ ভ্রমণের সময় যে সাহায্যের জন্য আসে সেই সেবাটুকু প্রদানে যদি কেউ টাকা দাবি করে, তবে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা তিনি গ্রহণ করবেন।