Print Date & Time : 30 August 2025 Saturday 4:06 am

কিয়েভে আরও দুই সাংবাদিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সামরিক বাহিনীর অভিযানের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও দুই সাংবাদিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মোট ৪ সাংবাদিক নিহত হলেন।

বুধবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

নিহত দুই সাংবাদিকের নাম পিয়েরে জাকরজেউস্কি এবং ওলেক্সান্দ্রা কুভশিনোভা। তারা উভয়েই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের হয়ে কাজ করতেন। সোমবার হামলায় জাকর্জেভস্কি নিহত হলেও মঙ্গলবার খোলা চিঠিতে বিষয়টি জানান ফক্স নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান স্কট।

খবরে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে হোরেঙ্কা নামক স্থানে সাংবাদিকদের বহনকারী গাড়িতে আগুন লাগলে ৫৫ বছর বয়সী ক্যামেরাম্যান পিয়েরে জাকরজেউস্কি এবং ২৪ বছর বয়সী ওলেক্সান্দ্রা কুভশিনোভা নিহত হন। এছাড়া এই ঘটনায় নিহত দুই সাংবাদিকের সহকর্মী বেঞ্জামিন হল (৩৯) আহত হয়ে ইউক্রেনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ফক্স নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুজান স্কট সংবাদকর্মীর মৃত্যুকে সংস্থার জন্য একটি ‘হৃদয়বিদারক দিন’হিসেবে আখ্যায়িত করেছেন।

এর আগে গত রোববার (১৩ মার্চ)কিয়েভের কাছের শহর ইরপিনে গুলিবিদ্ধ হয়ে ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর সাংবাদিক ব্রেন্ট রেনড (৫২) নিহত হন। তিনি যুক্তরাষ্ট্রের পিবডি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক ছিলেন। ইউক্রেনের বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেনে প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সাংবাদিকের মৃত্যুর খবর প্রকাশ করেন।

আর গত ১ মার্চ কিয়েভের টেলিভিশন টাওয়ারে রাশিয়ার হামলায় ইউক্রেনের ক্যামেরা অপারেটর ইয়েভেনিই সাকুন নিহত হন। সাংবাদিকদের সুরক্ষায় কাজ করা কমিটির বরাত দিয়ে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানা যায়।