শেয়ার বিজ ডেস্ক: ভারতের বিলিয়নেয়ার গৌতম আদানির প্রতিষ্ঠান এএমজি মিডিয়া নেটওয়ার্কস রাঘব বাহলের ডিজিটাল নিউজ বিজনেস প্ল্যাটফর্ম কুইন্টিলিয়ন বিজনেস মিডিয়া প্রাইভেট লিমিটেডের (কিউবিএলএম) ৪৯ শতাংশ শেয়ার কিনেছেন। এজন্য তিনি খরচ করেছেন ৪৮ কোটি রুপি। খবর: ইকোনমিক টাইমস।
এর মধ্য দিয়ে এনডিটিভির পর এবার আরেকটি ভারতীয় গণমাধ্যম বিকিউ প্রাইমের মালিকানা কিনলেন গৌতম আদানি।
এ অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছিল গত বছর। ২০২২ সালের মে মাসে এ বিষয়ে কিউবিএলএম ও কুইন্টিলিয়ন মিডিয়ার সঙ্গে চুক্তি করে আদানির প্রতিষ্ঠান এএমজি মিডিয়া নেটওয়ার্কস।
বিকিউ প্রাইমের মালিক প্রতিষ্ঠান কিউবিএলএম। ব্লুমবার্গ নিউজ ও কুইন্টিলিয়ন মিডিয়া যৌথ উদ্যোগে এ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করে। আগে প্ল্যাটফর্মটি (বিকিউ প্রাইম) ব্লুমবার্গ কুইন্ট নামে পরিচিত ছিল।
আদানি গোষ্ঠী প্রকাশনা, বিজ্ঞাপন, সম্প্রচার, কনটেন্ট সরবরাহসহ বিভিন্ন ধরনের মিডিয়া নেটওয়ার্ক ব্যবসায় যুক্ত হতে এএমজি মিডিয়া নেটওয়ার্কস প্রতিষ্ঠা করে। বিনিয়োগকারীদের এসব তথ্য জানিয়েছে আদানি এন্টারপ্রাইজ।
প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য ২০২১ সালের সেপ্টেম্বরে প্রবীণ সাংবাদিক সঞ্জয় পুগালিয়াকে নিয়োগ দেন আদানি।
২০২২ সালের ডিসেম্বরে ভারতে বেসরকারি টেলিভিশন নিউজ চ্যানেলের পথিকৃৎ নিউ দিল্লি টেলিভিশনের (এনডিটিভি) মালিকানা কিনে নেয় আদানি গোষ্ঠী। গত বছরের আগস্টে জানাজানি হয়, এনডিটিভির প্রায় ২৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছে আদানি গোষ্ঠীর মিডিয়া শাখা এএমজি মিডিয়া নেটওয়ার্কস।
একই বছর আদানি গোষ্ঠী এনডিটিভির প্রমোটার সংস্থা আরআরপিআর হোল্ডিং প্রাইভেট লিমিটেডের ৯৯ দশমিক ৫ অংশীদারত্ব কিনে নেয়। ২০০৯ ও ২০১০ সালে আরআরপিআর হোল্ডিং প্রাইভেট লিমিটেডকে ৪০৩ দশমিক ৮৫ কোটি টাকা ঋণ দিয়েছিল আদানি। এর বিনিময়ে যেকোনো মুহূর্তে এনডিটিভির ২৯ দশমিক ১৮ শতাংশ অংশীদারত্ব হাতে নেয়ার শর্ত রাখা হয়েছিল।
পরে উš§ুক্ত প্রস্তাবের মাধ্যমে এনডিটিভির সিংহভাগ শেয়ার কিনে নেয় তারা।
প্রসঙ্গত, আমেরিকান গবেষণা সংস্থা হিনডেনবার্গ প্রতিবেদন সামনে আসার পর জোর ধাক্কা খেয়েছে আদানি গোষ্ঠী। বর্তমানে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে গোষ্ঠীটি।