নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড ছয় কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে দুটি গ্যাস জেনারেটর স্থাপনের কাজ সম্পন্ন করেছে। এতে বছরে কোম্পানিটির মুনাফা সাড়ে চার কোটি টাকা বাড়বে বলে জানা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ১৫০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি গ্যাস জেনারেটর ক্রয়ের পর তা স্থাপনের কাজ সম্পন্ন করেছে। জেনারেটর কেনা, স্থাপন এবং অন্যান্য খরচসহ দুটি জেনারেটরের জন্য বাংলাদেশি ছয় কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে। আর এই এগুলো স্থাপনের ফলে কোম্পানিটির প্রতি মাসে ৩৮ লাখ ৮০ হাজার টাকা সঞ্চয় হবে। এতে করে কুইন সাউথ টেক্সটাইলের প্রতি বছর আনুমানিক সাড়ে চার কোটি টাকা কর-পরবর্তী মুনাফা বাড়বে।