কুড়িগ্রামে জেলা প্রাইমারি স্কুল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কুড়িগ্রাম জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল দিনব্যাপী কুড়িগ্রাম পিটিআই মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জানা যায়, কুড়িগ্রাম জেলার নয় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতিবিষয়ক কুইজ ও কাবিং বিষয়ে ৩৬টি ইভেন্টে মোট ৩২৪ প্রতিযোগী এতে অংশ নেয়। এর মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদ দেয়া হয়। তবে বিজয়ীদের মধ্যে শুধু প্রথম স্থান অধিকারীরা বিভাগীয় পর্যায়ে খেলবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এম এন শরীফুল ইসলাম খন্দকার, নাগেশ্বরী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আখতার, প্রধান শিক্ষক আব্দুল মতিন, জাকির হোসেন সরকার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সদস্য সচিব আব্দুল মুমিনসহ গণ্যমান্য ব্যক্তি।