কুড়িগ্রামে বিএনপির চার নেতার পদত্যাগ

প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে অর্থের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী সমর্থিত ও তাদের দোসর জাতীয় পার্টির লোকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত, ত্যাগীদের অবমূল্যায়নসহ নানা অনিয়মের অভিযোগে সদ্যঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন চার বিএনপি নেতা। গতকাল শুক্রবার দুপুরে উলিপুর শহরের হাজী সুপার মার্কেটে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা করেন তারা।

পদত্যাগকারীরা হলেন- সদ্য ঘোষিত উপজেলা বিএনপির ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক দেওয়ান নূরেচ্ছোবাহ স্টার, ৯ নম্বর যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান ও ২৫ নম্বর সদস্য আমিনুল ইসলাম।

এ সময় আমিনুল ইসলাম ফুলু, মতলেবুর রহমান, আমিনুল ইসলাম, জেলা কৃষক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজলসহ সংবাদ সম্মেলনে পদত্যাগ করা নেতাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, উলিপুরে যে কমিটি দেয়া হয়েছে তা ব্যালেন্স করে করা হয়েছে। তাদের মনঃপূত না হওয়ায় কমিটি নিয়ে এসব প্রশ্ন তুলছেন তারা। যেসব নেতা সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন তাদের বিষয়টি আমার জানা নেই। তাদের পদত্যাগপত্র হাতে পাইনি।