প্রতিনিধি, কুড়িগ্রাম:প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের শেষ বর্ষের ছাত্র শহিদুল ইসলাম অলির রহস্যজনক মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শনিবার দুপুরে কুড়িগ্রাম শহরে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জুয়েল, রাকিব, বাঁধন, মিশু, রোমান, ছাত্রনেতা সাকিব ও শহিদুল ইসলাম অলির বাবা-মা। মানববন্ধনে তার পরিবার দাবি করে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে প্রাইম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলেছে, সে আত্মহত্যা করছে।
মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করেন। নিহত শহিদুলের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর রাত ১০টায় রংপুর প্রাইম মেডিকেল কলেজের হোস্টেলের নিজ কক্ষে তার মৃতদেহ পাওয়া যায়। নিহত অলি কুড়িগ্রাম জেলা শহরের ডাকবাংলো পাড়ার কাঠমিস্ত্রি আবুল হোসেনের ছেলে।