Print Date & Time : 2 September 2025 Tuesday 10:58 pm

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

প্রতিনিধি, কুড়িগ্রা: কুড়িগ্রামের উলিপুর পৌরসভা এলাকায় উলিপুর-রাজারহাট সড়কের মহেশের বাজারে ট্রাকচাকায় তানজিদ ইসলাম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গতকাল সকাল ৭টার দিকে উলিপুর পৌরসভা এলাকার ২নং ওয়ার্ডে উলিপুর-রাজারহাট সড়কের মহেশের বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজিদ ইসলাম উলিপুর পৌরসভা এলাকার নিজাইখামার গ্রামের মৃত বক্তার আলীর ছেলে। সে বাকরেরহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল প্রতিদিনের মতো ঘুম থেকে ওঠে সকাল ৭টার দিকে বাইসাইকেলে চড়ে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাচ্ছিল তানজিদ ইসলাম। উলিপুর-রাজারহাট সড়কের মহেশের বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা বালু বোঝাই ট্রাক ধাক্কা দিলে তানজিদ ইসলাম সাইকেল থেকে ছিটকে পড়ে। এ সময় ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে ওই শিক্ষার্থী মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাইকেল চালিয়ে যাওয়ার সময় নিহত শিক্ষার্থীর কানে হেডফোন ছিল এবং সে এক হাত দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল। এছাড়া অন্য হাতে সে সাইকেল চালানো অবস্থায় খাবার খাচ্ছিল। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বাতেন।