Print Date & Time : 8 September 2025 Monday 6:12 am

কুবিতে আসন প্রতি লড়বেন ৪০জন শিক্ষার্থী

প্রতিনিধি, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি আবেদন শেষ হয়েছে। আবেদনের শেষ দিন রোববার (৫ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত তিন ইউনিটে মোট ১ হাজার ৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ৩২৪ শিক্ষার্থী। এতে আসনপ্রতি প্রতিযোগিতা করবেন ৪০ জন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২০-২১ শিক্ষাবর্ষের টেকনিক্যাল কমিটির সদস্য সচিব এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে আমরা ৪১ হাজার ৩২৪ জনের আবেদন পেয়েছি। পরবর্তীতে আমরা যাছাই-বাছাই করে ইউনিটসহ অন্য বিষয়ে চূড়ান্ত সংখ্যা জানাতে পারব।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড মো. আবু তাহের বলেন, কোটা, ইউনিট এবং অন্যান্য বিষয়ে যাদের ভুল আবেদন জমা পড়েছে তাদের তা সম্পাদনার জন্য সময় দেয়া হবে।

তিনি বলেন, এক্ষেত্রে তারা দুই থেকে তিন দিন সময় পেতে পারেন। আগামীকাল (৭ ডিসেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির মিটিং আছে। সেখানে সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

এর আগে, ২০ নভেম্বর থেকে আবেদন শুরু হলে সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও কারিগরি ত্রুটির কারণে এ সময়সীমা ৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।