প্রতিনিধি, কুবি : দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটে উপস্থিতি ছিল ৯৮ দশমিক ০৫ শতাংশ এবং অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ৯৫ শতাংশ।
শনিবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কুবি কেন্দ্রের পরীক্ষা কমিটির আহ্বায়ক এন এম রবিউল আউয়াল চৌধুরী। তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৬টি উপকেন্দ্রে মোট ৬৯৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮২৬ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। আর অনুপস্থিত ছিলেন ১৩৬ জন।
বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, সুষ্ঠু ভাবেই আমরা পরীক্ষা শেষ করতে পেরেছি। কেন্দ্রের সার্বিক দিক অনেক ভালো ছিল।
উল্লেখ্য, আগামী ২৭ মে ‘ক’ ইউনিটের এবং ৩ মে ‘গ’ ইউনিটির ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে শেষ হবে গুচ্ছের ভর্তি পরীক্ষা।