Print Date & Time : 8 August 2025 Friday 10:34 pm

কুবিতে ডিন’স অ্যাওয়ার্ড পাচ্ছেন ৫১ শিক্ষার্থী

প্রতিনিধি, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো ডিন’স অ্যাওয়ার্ডের জন্য ৫১ জন কৃতী শিক্ষার্থীকে মনোনীত করা হয়। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ডিন’স অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষক অধ্যাপক শেখ মকছেদুর রহমান।

মনোনীতরা ব্যাচেলর ডিগ্রি ২০০৬-০৭ থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ এবং মাস্টার্স ডিগ্রির ২০১০-১১ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর মধ্যে ব্যাচেলর ডিগ্রির আটটি ব্যাচের ১৮ জনকে মনোনীত করা হয়।

তারা হলেনÑগণিত বিভাগের হুমাইরা দিল আফরোজ ও ফারহানা ইয়াসমিন; পরিসংখ্যান বিভাগের উম্মুল খায়ের সুমি ও সোনিয়া আকতার; অর্থনীতি বিভাগের নয়ন তারা ও স্বর্ণা মজুমদার; ব্যবস্থাপনা বিভাগের সংগীতা বসাক, মো. রফিকুল ইসলাম ও শাকিলা ফেরদৌস; অ্যাকাউন্টিং বিভাগের অরূপা সরকার ও রাবেয়া জামান; মার্কেটিং বিভাগের নাসরিন আকতার ঝুমুর ও তানজীনা ইয়াসমিন; ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রিপা আকতার; সিএসই বিভাগের নয়ন বণিক এবং আইসিটি বিভাগের আমেনা বেগম, মো. কামরুল হাসান ও পিন্টু চন্দ্র পাল।

আর মাস্টার্স ডিগ্রির ছয়টি ব্যাচের ৩৩ জনকে মনোনীত করা হয়। তারা হলেনÑগণিত বিভাগের সামিয়া তাহের, খাদিজা বেগম, পারভীন আকতার হুমায়রা দিল আফরোজ ও মাহিনুর আকতার; পদার্থ বিজ্ঞান বিভাগের সানজিদা হক ও অন্তরা তাজরীন তৃণা; পরিসংখ্যান বিভাগের কনকন আচার্য; রসায়ন বিভাগের শারমিন আকতার রূপা ও মো. আলাউদ্দিন হোসাইন; অর্থনীতি বিভাগের মো. মাসুদ রানা, মো. সাইফুল ইসলাম, স্বর্ণা মজুমদার ও সায়েদা সুরাইয়া সুলতানা; নৃবিজ্ঞান বিভাগের ইসরাত জাহান লিপা; ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মো. জাহিদ হাসান, সঙ্গীতা বসাক, মো. রফিকুল ইসলাম ও শাকিলা ফেরদৌস; অ্যাকাউন্টিং বিভাগের ফাহামিদা হোসাইন, তৃণা সাহা, ফাহিমুল কাদের সিদ্দিকী ও মো. কাউসার খান; মার্কেটিং বিভাগের মো. আওলাদ হোসাইন, নাসরিন আকতার ঝুমুর, খালেদা আকতার, জাহিদুল ইসলাম পাটোয়ারী ও তানজীনা ইয়াসমিন; সিএসই বিভাগের মেশকাত জাহান ও তাপসী গোস্বামী; আইসিটি বিভাগের আমেনা বেগম, নাবিলা মেহজাবিন ও মোহাম্মদ কামরুল হাসান।

আগামী ২ জানুয়ারি এক অনুষ্ঠানে এসব শিক্ষার্থীদের ডিন’স সম্মাননা দেয়া হবে। সম্মাননা হিসেবে শিক্ষার্থীদের একটি করে ক্রেস্ট এবং সনদপত্র দেয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, এটা সমাবর্তনের সময় দেয়ার কথা ছিল। সমাবর্তনের প্রোগ্রাম সংক্ষিপ্ত করার জন্য তখন দেয়া হয়নি। কভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন দেয়া হবে। এটা চলমান থাকবে। প্রতি বছর সমাবর্তনের সময় দেয়া হবে।