Print Date & Time : 11 September 2025 Thursday 11:13 am

কুবির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোপেন স্টেট ইউনিভার্সিটির চুক্তি

প্রতিনিধি, কুবি:যুক্তরাষ্ট্রের কোপেন স্টেট ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা (এমওইউ) চুক্তি সই করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভার্চুয়াল ক্লাসরুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।

কোপেন স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর ন্যানোটেকনোলজির ডিরেক্টর অধ্যাপক ড. জামাল উদ্দিন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের চুক্তিতে সই করেন।

এ চুক্তির মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ম্যাটেরিয়ালস সায়েন্স, কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ন্যানোটেকনোলজিসহ বিভিন্ন বিষয়ে গবেষণা ও জ্ঞান অর্জন করার সুযোগ পাবেন। তাছাড়া, ম্যাটেরিয়ালস সিনথেসিস করে কোপেন স্টেট ইউনিভার্সিটিতে পাঠালে ল্যাব সুবিধা পাওয়া যাবে।

আইকিউএসিথর পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑবিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতির নেতা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন প্রশাসনিক দপ্তরের প্রধান ও কর্মকর্তা পরিষদের নেতারা।