কুমারখালীতে যক্ষ্মা বিষয়ক কর্মশালা

 

প্রতিনিধি, কুষ্টিয়া: জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ব্র্যাকের আয়োজনে কুষ্টিয়ার কুমারখালীতে যক্ষ্মাবিষয়ক কার্যক্রমের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ব্র্যাক কুমারখালী এরিয়া অফিসের সভাকক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুন। এই সময় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক কুষ্টিয়ার জেলা সমন্বয়কারী অমরেশ চন্দ্র দাস।  যক্ষ্মারোগ বিষয়ে মূল আলোচনা ও প্রেজেন্টেশন পরিচালনা করেন ব্র্যাক কুষ্টিয়ার জেলা ব্যবস্থাপক (টিবি) আবু হানিফ মোড়ল।

তিনি বলেন, এক নাগাড়ে দুই সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি যক্ষ্মারোগের প্রধান লক্ষণ, একজন যক্ষ্মা আক্রান্ত ব্যক্তি বিনা চিকিৎসায় থাকলে সে বছরে কমপক্ষে ১০ জনকে নতুন করে আক্রান্ত করতে পারে। তবে যক্ষ্মা এখন কোনো ভয়ের বিষয় নয়, নিয়মিত পূর্ণ মেয়াদের চিকিৎসায় যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়।

প্রধান অতিথির বক্তব্যে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক বলেন, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যক্ষ্মা যেহেতু একটি ক্রনিক এবং বায়ুবাহিত রোগ, একজন থেকে আর একজনে সংক্রমণ করে এজন্য কর্ম এলাকায় কারও যক্ষ্মার লক্ষণ থাকলে তাদের নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে রেফার করতে হবে। ফলে সরকারের এসডিজি অর্জন ও ২০৩৫ সালের মধ্যে যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়তে আমরা সহযোগিতা করতে পারি।