কুমিল্লায় ইসলামী ব্যাংকের সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কুমিল্লা জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা গতকাল বোর্ড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব-উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মো. মোশাররফ হোসাইন, এসইভিপি মো. জামাল উদ্দিন মজুমদার ও বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক শাহানাজ পারভীন। শুভেচ্ছা বক্তব্য দেন রাজউকের পরিচালক মো. শামছুল হক। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান মো. মাহবুব আলম। ব্যাংকের কুমিল্লা জোনপ্রধান মাহবুব এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা জোনের ২৪টি শাখার ব্যবস্থাপক এবং ১৩০টি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীরা অংশ নেন। বিজ্ঞপ্তি