Print Date & Time : 11 September 2025 Thursday 10:50 am

কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলায় নাজিরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার পারুয়ারা গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে মো. মোরশেদ (২৪) ও একই গ্রামের আনন্দ (২০)।

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মোরশেদ ও আনন্দ একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। নাজিরা বাজার এলাকায় পেছন থেকে চট্টগ্রামমুখী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।