Print Date & Time : 7 September 2025 Sunday 5:18 pm

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত চার, তদন্ত কমটি গঠন

প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক, যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার তুগুরিয়া এলাকায় নোয়াখালী-লাকসাম রেলপথে একটি অবৈধ ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার যাত্রী মনোহরগঞ্জের উত্তর হাওলা গ্রামের মাকসুদুর রহমান (৬৫), আবু তাহেরের ছেলে মোহাম্মদ হাবিব (২২), খিলা ইউনিয়নের ভরণীখণ্ড গ্রামের আবদুল হাইয়ের মেয়ে মইফুল বেগম (৩৫) এবং অটোরিকশাচালক উত্তর হাওলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪০)।

এ ঘটনায় আহত এক যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

এসআই আবুল হোসেন বলেন, নোয়াখালী থেকে ছেড়ে আসা লাকসামগামী ‘নোয়াখালী এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। সিএনজিচালিত অটোরিকশাটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সামনে চলে আসে। এতে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে তিন যাত্রী নিহত হন। পরে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে বেলা সাড়ে ১১টার দিকে মারা যান অটোরিকশাচালক।

আবুল হোসেন আরও বলেন, ‘আমরা আরেকজন যাত্রী আহত হওয়ার তথ্য পেয়েছি, তবে তার সম্পর্কে এখনও বিস্তারিত জানতে পারিনি। নিহত ব্যক্তিদের মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি সরিয়ে নিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।’

তদন্ত কমটি গঠন: এদিকে কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় চারজন নিহতের ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মো. ইমরানকে প্রধান করে এ কমিটি করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দুপুরে চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।