Print Date & Time : 30 August 2025 Saturday 11:37 am

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত

শেয়ার বিজ ডেস্ক : কুমিল্লা বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছেন। আজ বুধবার (২৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।

তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে।

স্থানীয়রা জানান, ভোরে তারা ট্রেনে কাটা পড়েন। এদের মধ্যে দুজন কাটাপড়ার পরও কিছুক্ষণ জীবিত ছিলেন। পরে তারা মারা যান। পুলিশ এসে মরদেহ উদ্ধার করার চেষ্টা করছে।

পুলিশ কর্মকর্তা সোহেল মোল্লা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরে যেকোনো সময় এই তিন যুবক ট্রেনে কাটা পড়ে থাকতে পারেন।

কোন ট্রেনে কাটা পড়েছে যুবকরা বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।